Home অনুচ্ছেদ কর্মমুখী শিক্ষা অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র অনুচ্ছেদ রচনা

কর্মমুখী শিক্ষা অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র অনুচ্ছেদ রচনা

by Curiosityn
1 comment

প্রশ্নঃ কর্মমুখী শিক্ষা নিয়ে বাংলা অনুচ্ছেদ লিখ ।

উত্তরঃ

কর্মকে কেন্দ্র করে যে শিক্ষা গড়ে ওঠে সেটাই কর্মমুখী শিক্ষা । এই শিক্ষার গুরুত্ব সমাজে অপরিসীম। দেশ আজ নানা সমস্যায় জর্জরিত। তার মাঝে সবচেয়ে প্রকট হলাে কর্মহীনতা ও দরিদ্রতা। অথচ একসময় এদেশ ছিল সম্পদে সমৃদ্ধিশালী। ইংরেজ শাসনের নিষ্পেষণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশ । ক্রমান্বয়ে দেশ দরিদ্রতার দিকে ধাবিত হয়েছে। এজন্যে দায়ী শিক্ষাব্যবস্থা। এখন প্রত্যেক মানুষকে তার যােগ্যতা অনুযায়ী পেশা নির্ধারণ করার প্রাণান্ত চেষ্টা করতে হয়। কর্মমুখী শিক্ষার সুযােগ দানের জন্যে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ব্যবস্থা রাখা যেতে পারে। দেশের আর্থসামাজিক প্রেক্ষিতে কারিগরি শিক্ষার গুরুত্ব বিবেচনা করে সরকার অনেক কারিগরি প্রতিষ্ঠান চালু করেছে। ভােকেশনাল প্রশিক্ষণ
ইনস্টিটিউটগুলাে বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে । এছাড়া দেশে অসংখ্য কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এসবের কার্যক্রম সমন্বিত করে দেশে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। জাতীয় জীবনের উন্নতির স্বার্থে সাধারণ শিক্ষার মাধ্যমে ডিগ্রি অর্জনের মােহ কাটাতে হবে। এখন সরকারের কর্তব্য হলাে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করা এবং জনগণের দায়িত্ব হলাে এতে সর্বাত্মক সহায়তা প্রদান করা। তা না হলে এদেশ উন্নত দেশে পরিণত হবে না। বিশ্বে বিভিন্ন ধরনের কর্মমুখী শিক্ষা আছে । এক ধরনের হচ্ছে ডাক্তার, প্রকৌশলী এবং কৃষিবিদ যারা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে উচ্চ ডিগ্রি লাভ করে। তারা ইচ্ছামতাে স্বাধীন পেশায় নিয়ােজিত হতে পারে। অন্যটি হলাে কর্মমুখী বা বৃত্তিমূলক শিক্ষা। এই শিক্ষার জন্যে উচ্চতর ডিগ্রির প্রয়ােজন হয় না। এ জাতীয় শিক্ষার মধ্যে কুটিরশিল্প, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন, নার্সারি,
সেলাই কাজ, কারখানায় শ্রমিকের কাজ ইত্যাদি উল্লেখযােগ্য। দেশে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আধুনিক বিজ্ঞানের যুগে কর্মমুখী শিক্ষা অপরিহার্য। তাই যুগােপযােগী কর্মমুখী শিক্ষাই হবে ভবিষ্যতের অন্যতম হাতিয়ার।

কর্মমুখী শিক্ষা অনুচ্ছেদটি কেমন হয়েছে ? নতুন কিছু সংযোজন করা যায় বা বাদ দেওয়া প্রয়োজন? কমেন্ট করে জানাতে ভুলবেন না।

4.2/5 - (31 votes)

You may also like

1 comment

Mahin August 23, 2023 - 10:32 am

Good

Reply

Leave a Comment