বাবার কাছে টাকা চেয়ে পত্র লেখ class 8
শ্রদ্ধেয় বাবা,
আমার সালাম গ্রহণ করবেন। আশা করি পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আপনারা ভালো আছেন। আপনি জেনে আনন্দিত হবেন যে বার্ষিক পরীক্ষায় মেধাতালিকায় আমি দ্বিতীয় স্থান অর্জন করেছি।
আমাদের পরবর্তী শ্রেণির কার্যক্রম আগামী মাসেই শুরু হবে। তবে আমার নতুন শ্রেণির বই এখনো কেনা হয়নি। পূর্বে আপনার প্রেরিত সমস্ত টাকাই বিভিন্ন খাতে ব্যয় হয়েছে। তাছাড়া আমার নতুন স্কুল ড্রেস অতি প্রয়োজন। এখন আমার প্রায় ১০০০ টাকা প্রয়োজন। এই তাই যত তাড়াতাড়ি সম্ভব টাকা পাঠানোর চেষ্টা করুন।
আমি ভাল আছি। নিজের শরীরের প্রতি যত্ন নিবেন। মাকে আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা।
তোমার আদরের মেয়ে
‘X’
1 comment
Md Rajib Ali Raj