Home অনুচ্ছেদ অনুচ্ছেদ: আমার দৈনন্দিন জীবন | প্রাত্যহিক জীবন |

অনুচ্ছেদ: আমার দৈনন্দিন জীবন | প্রাত্যহিক জীবন |

by Curiosityn
0 comment

আমার দৈনন্দিন জীবন অনুচ্ছেদ

আমি খুব ভােরে শয্যাত্যাগ করে প্রাত্যহিক কার্যাদি সমাধা করে ফজরের নামায আদায় করি। নামায শেষে আধা ঘণ্টার জন্য প্রাতঃভ্রমণে বের হই। প্রাতঃভ্রমণ শেষে আমি বিদ্যালয়ের পাঠ তৈরি করতে বসি। এক ঘণ্টা পড়াশােনা করে আমি সকালের নাশতা খাই । অতঃপর আমি প্রদত্ত বাড়ির কাজ সম্পন্ন করি। বাড়ির কাজ শেষ করে আমি গােসল করি । গােসল শেষে খেয়ে স্কুল ড্রেস পরে স্কুলে রওনা হই। একটার সময় বিরতি হলে আমি হালকা নাস্তা খেয়ে বিদ্যালয়ের মসজিদে জামাতে জোহরের নামায আদায় করি। বিকেল চারটায় বিদ্যালয় ছুটি হলে আমি সরাসরি বাড়ি ফিরি। বইপুস্তক গুছিয়ে রেখে বৈকালিক নাশতা খেয়ে বন্ধুদের সাথে মাঠে খেলতে যাই। সন্ধ্যায় বাসায় ফিরে মাগরিবের নামাযআদায় করে পড়তে বসি এবং একটানা দুই ঘণ্টা পড়াশােনা করি। অতঃপর এশার নামায আদায় করে পুনরায় পড়তে বসি এবং একটানা দেড় ঘণ্টা পড়াশুনা করি। অতঃপর রাতের খাবার খেয়ে কতক্ষণ টিভি অনুষ্ঠান দেখি। এভাবে আমিআমার দৈনন্দিন কাজগুলাে শেষ করি।

আরো দেখুন: আমার দৈনন্দিন জীবন রচনা (7 words)

3.5/5 - (4 votes)

You may also like

Leave a Comment