অনুচ্ছেদ আমার প্রিয় ঋতু: বর্ষাকাল
আষাঢ় ও শ্রাবণ মাস বর্ষাকাল। তবে ভাদ্র মাস পর্যন্ত বর্ষার জের চলতে থাকে। গ্রীষ্মের কাঠফাটা রৌদ্রের পর। বর্ষাকাল আমাদের জন্য সােয়াতির আমেজ বয়ে আনে। বর্ষাকালে সমস্ত আকাশ প্রায়ই মেঘে ঢাকা থাকে। এ সময় শুকনাে খাল, পুকুর, ডােবা-নালা কানায় কানায় ভরে যায়। হাঁস দলবেঁধে আনন্দে পানিতে সঁতার কাটে,মাছ জলাশয়ে ইতস্তত বিচরণ করে। কেয়া, যুঁথি, কদম, কামিনী, গন্ধরাজ প্রভৃতি ফুলের সুগন্ধে দিক-দিগন্ত আমােদিত হয়। সময় সময় প্রবল বর্ষণের কারণে বন্যা দেখা দেয়। গ্রামাঞ্চলের দরিদ্র শ্রমজীবীরা কাজের জন্য বের হতে পারে না বলে তাদের অর্থাভাবে পড়তে হয়। তাছাড়া বর্ষাকালে পানিবাহিত নানা সংক্রামক রােগের প্রাদুর্ভাব ঘটে থাকে। তবু বর্ষাকাল আমাদের কাছে খুবই প্রিয়। কৃষকদের জন্য বর্ষাকালে আশীর্বাদ বয়ে আনে।এজন্যই এদেশ এমন সুজলা-সুফলা হতে পেরেছে।
আরো পড়ুনঃ বর্ষাকাল রচনা