Home অনুচ্ছেদ অনুচ্ছেদ: বনভোজন | Class 5,6 |

অনুচ্ছেদ: বনভোজন | Class 5,6 |

by Curiosityn
0 comment

বনভোজন অনুচ্ছেদ

বনভোজন নাগরিক জীবনের একটি মৌসুমী উৎসব। শীতের শুরু থেকে বসনের শেষ পর্যন্ত চলে বনভােজনের মহােৎসব। এদেশে বনভােজন এখন বেশ জনপ্রিয়। বনভােজনে কতিপয় ব্যক্তি নির্দিষ্ট দিনে পূর্বনির্ধারিত স্থানে একযােগে মিলিত হয়ে নানা ধরনের আমােদ-প্রমােদ ও একসাথে আহার করে থাকে। বনভোজন মানে বনে ভােজন অর্থাৎ সবাই একত্রিত হয়ে বনে বসে ভােজন করা। তবে এখন কেউই বনে বসে ভােজন করে না। সাধারণত সে স্থানটি শহরের কোলাহল থেকে দূরে, গাছপালা ঘেরা সুন্দর পরিবেশ সম্বলিত কোনাে স্থানকে নির্ধারণ করা হয়। অতঃপর বাস, মাইক্রোবাস, লঞ্চ ইত্যাদি যােগে সবাই একস্থান থেকে নির্দিষ্ট গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। বনভােজনের যাত্রাপথে কেউ মাইকে গান গেয়ে, কেউ কৌতুক করে, কেউ গল্প করে নামা আনন্দ-উৎসবে পৌছে যায় গন্তব্যে। অতঃপর সেখানে কিছু সময় ঘােরাফেরা, দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করে সন্ধ্যার পূর্বেই আবার বাড়ি ফেরে। নাগরিক জীবনের অবসাদ দূর করে অন্তত কিছু সময়ের জন্য হলেও বনভােজন মনে-প্রাণে সজীবতা ফিরিয়ে আনে।

বনভোজন অনুচ্ছেদটি সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে পারেন নিচের কমেন্ট সেকশনে।

3.9/5 - (21 votes)

You may also like

Leave a Comment