Home পত্রসংবাদপত্রে প্রকাশের জন্য পত্র বন্যার্তদের সাহায্যের আবেদন জানিয়ে সংবাদপত্রে প্রকাশের পত্র

বন্যার্তদের সাহায্যের আবেদন জানিয়ে সংবাদপত্রে প্রকাশের পত্র

by Curiosityn
0 comment

এলাকায় বন্যার্তদের সাহায্যের আবেদন জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র

প্রশ্নঃ সাম্প্রতিক বন্যায় তোমার এলাকার ক্ষতিগ্রস্ত জনগণের সাহায্যের প্রয়োজনীয়তা উল্লেখ করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী চিঠি।

০১/০২/২০২০
সম্পাদক
দৈনিক যুগান্তর
যমুনা ফিউচার পার্ক,
বসুন্ধরা আ/এ, ঢাকা।

বিষয়: সংযুক্ত পত্রটি চিঠিপত্র কলামে প্রকাশের জন্যে আবেদন

জনাব,
আপনার জনপ্রিয় সংবাদপত্রের চিঠিপত্র বিভাগে এ চিঠিটি প্রকাশের জন্যে অনুরোধ করছি।

নিবেদক
সুমন রহমান
পাঁচ পুকুরিয়া
ঝাউতলা, কুমিল্লা

বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসুন

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দেশের প্রায় অনেক অঞ্চলই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মধ্যে আমাদের গ্রাম পাঁচপুকুরিয়া একটি। এটি কুমিল্লা জেলার অন্তর্গত। এ গ্রামের অধিকাংশ ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। অসহায় মানুষগুলো খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে কৃষকদের জমানো ফসল, গবাদি পশু। অনেক মানুষের প্রিয়জনকেও ভাসিয়ে নিয়ে গেছে বন্যার পানি। একদিকে স্বজনহারানোর বেদনায় তারা শোকাহত, অন্যদিকে ক্ষুধার যন্ত্রণায় তারা কাতর। ছোট্ট শিশু চিৎকার করছে ক্ষুধার তাড়নায়, সেখানে একজন নিরুপায় মায়ের কিছুই করণীয় নেই। এখন এ বন্যার পানিতে বন্দি মানুষগুলোর বেঁচে থাকাটাই দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া বন্যায় কবলিতদের অনেকেই কলেরা, টাইফয়েড, আমাশয় প্রভৃতি রোগে ভুগছে। এরকম করুণ পরিণতি থেকে এদের মুক্তির জন্যে আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে কিছুটা হলেও এগিয়ে আসা উচিত। বন্যার শিকার হওয়া মানুষগুলোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। এদের দিনগুলো যে কত কষ্টের, কতটা মর্মান্তিক তা না দেখে বোঝা যায় না। অতি দ্রুত বন্যায় কবলিত মানুষের জন্যে ত্রাণ ও তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে করুণ পরিণতি হবে। এ অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব খাদ্য, ত্রাণসামগ্রী, পানীয় ওষুধ প্রভৃতি জিনিসের ব্যবস্থা গ্রহণ করে বন্যার্তদের পাশে এগিয়ে আসার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া ধনী ব্যক্তিদেরও এদের পাশে এসে দাঁড়ানোর জন্যে অনুরোধ করছি।

পাঁচপুকুরিয়ার গ্রামবাসীর পক্ষে
সুমন রহমান

(পত্রিকার ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে)

4.2/5 - (17 votes)

You may also like

Leave a Comment