Home অনুচ্ছেদ গ্রিনহাউজ প্রতিক্রিয়া অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র অনুচ্ছেদ রচনা

গ্রিনহাউজ প্রতিক্রিয়া অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র অনুচ্ছেদ রচনা

by Curiosityn
0 comment

প্রশ্নঃ গ্রিনহাউজ প্রতিক্রিয়া নিয়ে বাংলা অনুচ্ছেদ লিখ।

উত্তরঃ

গ্রিনহাউজ প্রতিক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূপৃষ্ঠ হতে বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলীয় গ্রিনহাউজ গ্যাসসমূহ (কার্বন-ডাই-অক্সাইডসহ মিথেন, সিএফসি, নাইট্রাস অক্সাইড ও জলীয়বাষ্প) দ্বারা শােষিত হয়ে পুনরায় বায়ুমণ্ডলের অভ্যন্তরেবিকরিত হয়। এই বিকীর্ণ তাপ ভূপৃষ্ঠে ও বায়ুমণ্ডলের নিম্নস্তরে ফিরে এসে ভূপৃষ্ঠের তথা বায়ুমণ্ডলের গড় তাপমাত্রাকে বাড়িয়ে দেয়। পৃথিবীতে এই প্রাকৃতিক গ্রিনহাউজ প্রতিক্রিয়া প্রাণের সৃষ্টিতে সহায়তা করছে। কিন্তু মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বিশেষত, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহন এবং বনাঞ্চল ধ্বংসের কারণে প্রাকৃতিক গ্রিনহাউজ প্রতিক্রিয়া তীব্রতর হচ্ছে, ফলশ্রুতিতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। ফলে গ্রিনহাউজ প্রতিক্রিয়া বর্তমান সময়ের একটি বহুল আলােচিত বিষয় হয়ে উঠেছে সারাবিশ্বের সচেতন মানবসমাজ গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে আগামী কয়েক দশকে আবহাওয়ার যে পরিবর্তন ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে এর জন্যে শঙ্কিত। অনাবৃষ্টি, বনাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড, উত্তপ্ত প্রবাহ, হ্যারিকেন, সাইক্লোন, খরা, ভয়াবহ বন্যা ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয় সবই গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফল বলে ধারণা করা হচ্ছে। গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা ২-৫ ডিগ্রি সে. বৃদ্ধি পেলে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যাবে বলে অনেকে মনে করছেন । গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে যে সকল সমস্যা দেখা দেবে তা হলাে— ১. সমুদ্র পৃষ্ঠদেশের উচ্চতা বৃদ্ধি পাবে, ২. মরু অঞ্চলের বিস্তার ঘটবে, ৩. মেরু অঞ্চলের হিমশৈল গলে যাবে, ৪. উষ্ণমণ্ডলীয় অঞ্চলের বনভূমি বিনাশ হবে এবং ৫. বায়ুপ্রবাহের বর্তমান গতি পরিবর্তিত হবে। বাংলাদেশের ওপর গ্রিনহাউজ প্রতিক্রিয়ার প্রভাব ব্যাপক। এর ফলে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পানির নিচে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করলে গ্রিনহাউজ প্রতিক্রিয়া হ্রাস করা সম্ভব। যেমন- ১. কার্বন-ডাই-অক্সাইড ও অন্যান্য গ্রিনহাউজ গ্যাস নির্গমন রােধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, ২, জ্বালানি শক্তির ব্যবহার কমানাে, ৩. দুতগতিতে বনাঞ্চল গড়ে তােলা। আসুন আমরা সবাই সতর্ক হই এবং গ্রিনহাউজ প্রতিক্রিয়ার কুফল থেকে আমাদের প্রিয় পৃথিবীকে রক্ষা করি ।

গ্রিনহাউজ প্রতিক্রিয়া অনুচ্ছেদটি কেমন হয়েছে ? নতুন কিছু সংযোজন করা যায় বা বাদ দেওয়া প্রয়োজন? কমেন্ট করে জানাতে ভুলবেন না।

3.6/5 - (19 votes)

You may also like

Leave a Comment