Home অনুচ্ছেদ অনুচ্ছেদ: একজন দিনমজুর | অনুচ্ছেদ রচনা

অনুচ্ছেদ: একজন দিনমজুর | অনুচ্ছেদ রচনা

by Curiosityn
3 comments

একজন দিনমজুর অনুচ্ছেদ

দিনমজুর এমন একজন ব্যক্তি যাকে দৈনিক ভিত্তিতে নিয়ােগ করা এবং মজুরি দেয়া হয়। মাথার ঘাম পায়ে ফেলে সে জীবিকা নির্বাহ করে থাকে। সে স্বাস্থ্যবান, বলবান ও বলিষ্ঠ। সে তার পরিবার নিয়ে বস্তিতে থাকে এবং মানবেতর জীবন যাপন করে। সে সাধারণত কৃষি অথবা নির্মাণ কাজে নিযুক্ত থাকে। সে তার নিয়ােগকারীর নির্দেশমত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। সে খুব সকালে ঘুম থেকে উঠে এবং কাজের সন্ধানে বের হয়। সন্ধ্যায় সে তার মজুরি পায়। তারপর সে বাজারে গিয়ে প্রয়ােজনীয় দ্রব্যাদি ক্রয় করে বাড়ি ফিরে। তার রয়েছে আনন্দ-বেদনা। পর্যাপ্ত আয় করতে পারলে সে আনন্দ পায়। সেটি না করতে পারলে তার মন বেদনায় ভরে যায়। একজন দিনমজুরের জীবন সত্যিই কষ্টে ভরপুর। সে প্রায়ই খুব খারাপ কর্ম পরিবেশে কাজ করে। মাঝেমধ্যে তাকে ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়। কিন্তু তাকে এই রকম কাজের জন্য যথাযথভাবে পারিশ্রমিক দেওয়া হয় না। মাঝেমধ্যে দিনমজুরকে খুব খারাপ আবহাওয়ায় কাজ করতে হয়। সে কোনাে কাজ না পেলে তার পরিবারকে না খেয়ে রাখতে হয়। সে অসুস্থ হলে সে এবং তার পরিবার চরম ভােগান্তির শিকার হয়। এটা সত্য যে একজন দিনমজুর সমাজে গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে থাকে। একটি দেশের উন্নয়নে সে অনেক অবদান রাখে। তাই একজন দিনমজুরের প্রতি আমাদের যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত।

একজন দিনমজুর অনুচ্ছেদটি কেমন হয়েছে ? নতুন কিছু সংযোজন করা যায় বা বাদ দেওয়া প্রয়োজন? কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Rate this post

You may also like

3 comments

Atul June 9, 2022 - 9:21 pm

Nice……..

Reply
Shahriar July 19, 2022 - 11:53 am

Keep it up!

Reply
Shahriar July 19, 2022 - 11:54 am

Very nice

Reply

Leave a Comment