Home ভাবসম্প্রসারণ ভাবসম্প্রসারণ: সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা |

ভাবসম্প্রসারণ: সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা |

by Curiosityn
0 comment

সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা,আশা তার একমাত্র ভেলা ভাবসম্প্রসারণ

মূলভাব : এ সংসার সমুদ্রে মানুষের জীবন প্রতিনিয়ত দুঃখ-দৈন্যে আবর্তিত হচ্ছে। এর মাঝে আশাই তাকে টিকিয়ে রেখেছে। আশা না থাকলে তার জীবন হয়ে পড়ত স্থবির।

সম্প্রসারিত ভাব : একটি নির্দিষ্ট সময়সীমা নিয়েই মানুষ এ পৃথিবীতে আসে। কবে তার এ নির্দিষ্ট সময় পেরিয়ে যাবেতা সে জানে না। তবু আমাদের আশা-আকাঙ্ক্ষার শেষ নেই, শেষ নেই জাগতিক নানা সুখ-স্বপ্নের। প্রতিনিয়ত স্বপ্নময় পরিকল্পনায় আমরা চাই সুখ, শান্তি, সম্পদ, সাফল্য। কিন্তু চাইলেই কি সব পাওয়া যায়? জীবনে দুঃখ আছে, দৈন্য আছে, আছে আশা ভঙ্গের হতাশা, আছে নিরবচ্ছিন্ন সুখ ভােগে নানা প্রতিবন্ধকতা। জীবনে প্রতিনিয়ত শান্তির সাথে অশান্তির, সুখের সাথে দুঃখের, সার্থকতার সাথে ব্যর্থতার নিরন্তর দ্বন্দ্ব কাজ করছে। তথাপি মানুষকে এ সব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হয়।তার আশা, একদিন জীবন সুখময় ও আনন্দময় হয়ে উঠবে। বিক্ষুব্ধ সাগর পাড়ি দেওয়ার জন্য যেমন প্রয়ােজন হয় জাহাজের, সংসার সাগরেও তেমনি সংকট থেকে উত্তরণের জন্য কোনাে অবলম্বন দরকার। সংসারের এ অবলম্বন হচ্ছে মানুষের মনের আশা-আকাঙ্ক্ষা। বর্তমানের ওপর দাঁড়িয়ে আছে যে জীবন তার মধ্যে প্রেরণা জোগায় ভবিষ্যতের আশা। আজকের জীবনের সংকট আর সমস্যা আগামী দিনে থাকবে না, এ আশা নিয়ে মানুষ সংসার-সাগর পাড়ি দেয়। বর্তমানের বাস্তবতার চেয়ে ভবিষ্যতের রঙিন স্বপ্ন মানুষকে অধিক উদ্দীপ্ত করে। একদিন আঁধার কেটে সুদিন আসবে এ আশায় মানুষ বর্তমানের গ্লানি উপেক্ষা করার চেষ্টা করে। আশা মানুষের জীবনীশক্তির সঞ্চার করে। আশা না থাকলে মানুষ ডুবে যেত দুঃখের অতল গর্ভে।আশাই মানুষকে এনে দেয় সুখের আশ্বাস দেয় দুঃখ সাগর পাড়ি দেওয়ার দুরন্ত সাহস।

মন্তব্য : সংসার জীবনে সুখের চেয়ে দুঃখই বেশি। তথাপি সােনালি দিনের আশা নিয়ে মানুষ এ দুঃখময় সংসারে বেঁচে থাকে।

4.2/5 - (19 votes)

You may also like

Leave a Comment