Home অনুচ্ছেদ অনুচ্ছেদ: সকাল বেলা |

অনুচ্ছেদ: সকাল বেলা |

by Curiosityn
0 comment

সকাল বেলা অনুচ্ছেদ

সূর্যালােকিত সময়টুকু আমরা সাধারণত তিনটি অংশে ভাগ করে – সকাল, দুপুর এবং বিকাল। সকাল বেলাতে প্রকৃতির সবকিছুই সজীব ও সতেজ থাকে। অন্ধকার কুঁড়ে যখন সূর্য ওঠে, তার সেই কাচা কাচা রোদ সকাল বেলাকে সােনালি রূপ ধারণ করায়। সকালের সেই সােনালি রােদ দেখে মনে হয় আলাের ভেলা সমস্ত নীল আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছে। সােনারােদ মাখা সকালের এ বােদে মাথার ওপরের নীল আকাশ আলােতে আলােময় হয়ে ওঠে। এর ফাকে ফাকে আলাের চিক চিক করা খেলা আমাদের চোখে ঝিলিক দেয়। সেই আলাের দিকে একমনে চেয়ে থাকলে মনে হয়, রােদেলা সে আলাে ফিক ফিক করে হাসছে। চালে চালে ঝকঝকে টিনগুলাে সকালের এ কাঁচা রােদে ঝিক ঝিক করে খেলা করছে। এ এক অদ্ভুত সুন্দর খেলা। যা সকাল বেলার সৌন্দর্যকে বাড়িয়ে দেয় আরও কয়েক গুণ। কৃষক মাঠে কাজ করতে রওনা হয়, কর্মজীবী মানুষজন ছুটে চলে তার পেশার তাগিদে। চারপাশের পশুপাখিগুলাে বের হয় খাবার সংগ্রহের তাগিদে। দিনের এ উৎসবে, জীবনের এ উৎসবে অংশগ্রহণ করে গাছ-লতাপাতাসহ জীব-জড় সবাই। শু-শ্যামল বাতাস সকাল বেলায় সবাইকে জীবন উৎসবে যােগ দেবার জন্যে যেন আহ্বান জানায়। সে আহ্বানে মাত্রা যােগ করে সকালে ফুটে ওঠা ফুল। শরতের সকাল ঘাসের শিশিরে বাংলাদেশের সৌন্দর্যকে মহিমান্বিত করে তুলে।

আরো পড়ুন:

১।অনুচ্ছেদ: শীতের সকাল

২। রচনা: একটি শীতের সকাল

4.5/5 - (2 votes)

You may also like

Leave a Comment