Home অনুচ্ছেদ অনুচ্ছেদ: জাতীয় পাখি (দোয়েল)

অনুচ্ছেদ: জাতীয় পাখি (দোয়েল)

by Curiosityn
1 comment

জাতীয় পাখি দোয়েল অনুচ্ছেদ

বাংলাদেশে বহু জাতের ও বহু স্বভাবের পাখির মধ্যে দোয়েলকে জাতীয় পাখি নির্বাচন করা হয়েছে। এর চেহারার সঙ্গে যেমনি, এর স্বভাবের সঙ্গেও তেমনি বাংলার প্রকৃতির যেন চমৎকার মিল খুঁজে পাওয়া যায়। ছােট্ট আকৃতির এ পাখিটির শরীর প্রায় ছয় ইঞি লম্বা, হালকা-পাতলা শরীর, পা দুটি এত চিক্কণ যেন খিলের মতাে। গায়ের রং সাদা এবং কালােতে মেশানাে। পিঠের পালকগুলাে মিশকালাে, পেটটি ধবধবে সাদা। লেজের আকৃতি শরীরের তুলনায় কিছুটা বড়, তবে ঝুলানাে নয়, চামচের মতাে। দোয়েল আমাদের বাড়ির আশপাশে বাস করে বলে একে প্রতিবেশী পাখিও বলা হয়। এর কণ্ঠে চমৎকার শিস আসে, লমবা সুরে ঢেউ-তুলে শিস দেয় বলে একে গানের পাখিও বলে। মৃদু স্বভাবের এই পাখিটি প্রকৃতির নিরুত্তাপ আবহাওয়ায় চলাফেরা করে। তাই আধফোটা ভাের ও সন্ধ্যার আধাে আলাে আধাে অন্ধকারে একে দেখা যায়। এই সুন্দর ছােট্ট পাখিটি সবার কাছে বড় আদরের, মর্যাদাটাও অনেক বড়। এটি আমাদের জাতীয় পাখি। এটি এক অনাবিল শান্তির প্রতীক। নীল আকাশের নিচে এটি যখন উড়ে বেড়ায় তখন সত্যি সুন্দর লাগে এ পৃথিবী।

3.8/5 - (12 votes)

You may also like

1 comment

Suad Sarah March 10, 2023 - 7:18 pm

Good

Reply

Leave a Comment