Home অনুচ্ছেদ অনুচ্ছেদ: ছবি আঁকা | আমার প্রিয় শখ ছবি আঁকা |

অনুচ্ছেদ: ছবি আঁকা | আমার প্রিয় শখ ছবি আঁকা |

by Curiosityn
0 comment

আমার প্রিয় শখ ছবি আঁকা অনুচ্ছেদ

কিছু রেখা বা কিছু দাগ অথবা কিছু চিহ্নের সাহায্যে কোনাে কিছু চিত্রিত করার নাম ছবি আঁকা। ছবি আঁকা শব্দটি ইংরেজি Drawing শব্দের প্রতিশব্দ যার অর্থ আঁকা, টানা, চিত্রাঙ্কন করা ইত্যাদি। যিনি ছবি আঁকেন বা অঙ্কন করেন তাঁকে শিল্পী বলা হয়। ছবি অংকনের মাধ্যমে একজন শিল্পীর মানস চেতনা, মনের রূপ, রস, বর্ণ, গন্ধ ও স্পর্শের চেতনা প্রতিফলিত হয়। একজন শিল্পীর ছবি আঁকার জন্য প্রয়ােজন হয় ক্লীপ বাের্ড, খসখসে কাগজ, পেনসিল, রাবার, পেনসিল কাটার, রঙিন পেনসিল, জলরঙ, তুলি, পানি রাখার পাত্র, প্যাস্টেল ইত্যাদি। ছবি আঁকার মাধ্যমে একজন মানুষের মধ্যে অনেকগুণের বিকাশ ঘটে। ছবি আঁকা মানব জীবনকে সুন্দর ও সমৃদ্ধভাবে গড়ে তুলতে সাহায্য করে। যেমন—মানবতা বােধের চর্চা, সৌন্দর্যবােধ, রুচিবােধ, সুনাগরিক, উন্নত জ্ঞানচর্চা, সুন্দর-অসুন্দরের বিচার করা ইত্যাদি। শিশু-কিশােরদের মেধা বিকাশে ছবি আঁকা বা ছবি অঙ্কন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ছােটবেলা থেকেই শিশুকে ছবি আঁকায় আগ্রহী করে গড়ে তােলার জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছবি আঁকার গুরুত্ব বিবেচনা করে উন্নত বিশে। লেখাপড়ার পাশাপাশি ছবি আঁকাকেও আবশ্যিক বিষয় হিসেবে গ্রহণ করেছে। আমাদের দেশেও ছবি আঁকাকে পাঠ্যপুস্ত কের মত আবশ্যিক বিষয় হিসেবে নির্ধারণ করা উচিত।

আমার প্রিয় শখ ছবি আঁকা অনুচ্ছেদটিতে কিছু সংযোজনের প্রয়োজন হলে জানাবেন। ধন্যবাদ।

4.7/5 - (3 votes)

You may also like

Leave a Comment