Home অনুচ্ছেদ অনুচ্ছেদঃ মোবাইল ফোন |

অনুচ্ছেদঃ মোবাইল ফোন |

by Curiosityn
0 comment

✓ অনুচ্ছেদ মোবাইল ফোন ক্লাস ৬
✓ অনুচ্ছেদ মোবাইল ফোন ক্লাস ৭

মোবাইল ফোন কি?

মোবাইল ফোন একটি তার বিহীন ফোন যার দ্বারা আমরা পৃথিবীর যেকোনাে প্রান্তে অবস্থানকারী অন্যদের সাথে যােগাযােগ করতে পারি।

মোবাইল ফোন বাংলা অনুচ্ছেদ Class 6-7

বর্তমানে বিশ্ব অবিশ্বাস্যভাবে অগ্রসর হচ্ছে। বিশ্বের সর্বত্র বিজ্ঞানের বিজয় জেগে উঠেছে। বিজ্ঞান অসম্ভবকে সম্ভব করেছে। মােবাইল ফোন বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারগুলাের একটি। মােবাইল ফোন আবিষ্কারের পূর্বে যােগাযােগ এবং বার্তা প্রেরণ ব্যবস্থা ছিল খুব কঠিন। কিন্তু মােবাইল ফোন এখন পৃথিবীর দূরত্বকে জয় করেছে। এটি এরূপ তার বিহীন ফোন যার দ্বারা তাৎক্ষণিকভাবে আমরা পৃথিবীর যেকোনাে প্রান্তে অবস্থানকারী অন্যদের সাথে যােগাযােগ করতে ও কথা বলতে পারি। এটি কার্যকরী এবং চমৎকার যন্ত্র যে আজকাল বার্তাপ্রেরণ এবং ইন্টারনেট পদ্ধতি এর অন্তর্ভুক্ত হয়েছে। তাই যে কেউ সহজে কাউকে সংবাদ পাঠাতে পারে এবং ইন্টারনেট প্রযুক্তির সাথে পরিচিত হতে পারে। অতীতে এটি আভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচিত হলেও বর্তমানে আমাদের দেশের প্রত্যেকের হাতে এটি দেখা যায়। আজ এটি নিতান্ত প্রয়ােজনীয় বস্তু হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশে গ্রামীণ, সিটিসেল, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল এবং রবি আমাদেরকে মােবাইল ফোন সংযোেগ ব্যবহারের সুবিধা দিচ্ছে। মােবাইল ফোন সংযোগ ব্যবহারের জন্য নকিয়া, সিমেন্স, মটরােলা, এরিকসন, স্যামসাং, ফিলিপ্স ইত্যাদির মত বিভিন্ন ধরনের মােবাইল সেট আমাদের দেশে দেখা যায়। এগুলাের আকৃতি, কার্যক্রম এবং গুণাগুণও বিভিন্ন। যাহােক, সকল সুবিধার পাশাপাশি মােবাইল ফোনের কিছু অসুবিধাও আছে। এটি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যখন আমরা এর দ্বারা কথা বলি তখন আমাদের মস্তিষ্কের ক্ষতি করতে পারে। আবার, মােবাইলের অতিরিক্ত ব্যবহার প্রায়ই ব্রেনটিউমার, ক্যান্সার ইত্যাদির মত মারাত্মক রােগের সৃষ্টি করে। তাই এর ব্যবহারের ক্ষেত্রে আমাদের সচেতন হওয়া উচিত।

4.1/5 - (7 votes)

You may also like

Leave a Comment