একজন ফেরিওয়ালা / ফেরিওয়ালা অনুচ্ছেদ
যে ব্যক্তি রাস্তায় রাস্তায় ঘুরে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে, সেই ফেরিওয়ালা। সে একজন স্ব-নিয়ােজিত ব্যক্তি। সে শহর ও নগরে অতীব পরিচিত ব্যক্তি। গ্রামেও তাকে দেখা যায়। সে তার গ্রাহকদের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন রঙের অদ্ভুত পােশাক পরিধান করে ও অদ্ভুত শব্দ করে। তার কাজ পরিশ্রমসাধ্য। সে তার মালপত্র মাথায়, হাতে, ব্যাগে বা হস্তচালিত ছােট গাড়িতে বহন করে। সে সাধারণত তার মালামাল সস্তা দামে ক্রয় করে এবং ভালাে লাভে বিক্রি করে। তার পণ্যগুলাে মূলত মহিলা ও শিশুদের নিকট আকর্ষণীয়। সে সচরাচর খেলনা, প্রসাধনী, ফিতা, তৈরি পােশাক, বাসন-পত্র, মিষ্টি, ফল ইত্যাদি বিক্রি করে। সাধারণত গৃহকর্তার অনুপস্থিতিতে সে তার মালামাল বিক্রি করতে আসে। সে তার ক্রেতাদের বােঝাতে বিভিন্ন কৌশল অবলম্বন করে। সে দাবি করে যে তার পণ্য গুণাগুণে সবচেয়ে ভালাে। যেহেতু বাচ্চারা তার ভালাে ক্রেতা, সে তাদের সাথে ভালাে যােগাযােগ রক্ষা করে। একজন ফেরিওয়ালা কঠোর পরিশ্রম করলেও সে বেশি উপার্জন করতে পারে না। সাধারণত তার খুব কম পুঁজি থাকে এবং কম উপার্জন করে। অনেক কষ্টে তাকে পরিবারের ভরণ-পােষণ করতে হয়। তাই আমাদের উচিত তার এ মহান সেবার জন্য তাকে সম্মান জানানাে।
ফেরিওয়ালা অনুচ্ছেদটি কেমন হয়েছে ? নতুন কিছু সংযোজন করা যায় বা বাদ দেওয়া প্রয়োজন? কমেন্ট করে জানাতে ভুলবেন না।
2 comments
for class 7 ekta banan
I also read in class seven. Thanks for the অনুচ্ছেদ ।😊😊😊