অনুচ্ছেদ: একজন রিকশাওয়ালা / একজন রিকশাচালক
একজন রিকশাচালক অনুচ্ছেদ
রিক্সাচালক হলাে একজন গরিব দিনমজুর যে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। আমাদের দেশে সে একজন পরিচিত ব্যক্তি। সাধারণত সে বস্তি এলাকায় বাস করে। সে ভাড়ার বিনিময়ে এক স্থান থেকে অন্যস্থানে রিক্সাযােগে যাত্রী ও মালামাল পরিবহন করে। খুব কম রিক্সাচালকেরই নিজস্ব রিক্সা আছে। সাধারণত একজন রিক্সাচালক দৈনিক ভিত্তিতে মালিকের নিকট থেকে রিক্সা ভাড়া করে থাকে। সে খুব সকালে রিক্সা নিয়ে রাস্তা-ঘাটে বেরিয়ে আসে এবং গভীর রাত পর্যন্ত কাজ করে। তাকে ভালাে-মন্দ সব আবহাওয়ায় কাজ করতে হয়। মাঝে মাঝে সে ক্লান্ত বােধ করে কিন্তু বিশ্রাম নিতে পারে না। এমনকি সে ভারী বৃষ্টিপাত বা গ্রীষ্মের প্রখর তাপের মধ্যেও বিশ্রাম নিতে পারে না। নিজের ও পরিবারের দৈনন্দিন ভরণ-পােষণের জন্য তাকে রিক্সা চালাতে হয়। তাকে দিন এনে দিন খেতে হয়। সে কঠোর পরিশ্রম করে। কিন্তু তার উপার্জন খুবই কম। সে টাকা সঞ্চয় করতে পারে না। তাই যখন সে অসুস্থ হয়, সে ও তার পরিবারের লােকেরা সমস্যার সম্মুখীন হয়। মাঝেমধ্যে তার আয় সচরাচরের চেয়ে অনেক কমে আসে। তখন পরিবার পরিচালনায় তাকে আরাে বেশি সমস্যার মুখােমুখি হতে হয়। সে তার পরিবারকে যথাযথভাবে খাদ্য, শিক্ষা ও চিকিৎসা দিতে পারে না এমনকি মাঝে মাঝে তাদেরকে না খেয়ে থাকতে হয়। এসব বিরূপ অবস্থা সত্ত্বেও নিজের ঘামে অর্জিত সৎ আয়ের দ্বারা জীবন নির্বাহ করে বলে সে গর্ববােধ করে। মানুষকে ন্যূনতম মূল্যে সেবাদান করে সে অত্যন্ত আনন্দ পায়। সত্যিকার অর্থেই তার সেবা অত্যন্ত মহৎ সে সকলের বন্ধু। তাই রিক্সাচালককে আমাদের যথাযথ সম্মান দেখানাে উচিত।
একজন রিকশাচালক অনুচ্ছেদ টি কেমন হয়েছে ? নতুন কিছু সংযোজন করা যায় বা বাদ দেওয়া প্রয়োজন? কমেন্ট করে জানাতে ভুলবেন না।