ডাকঘর স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ
প্রশ্নঃ তোমার এলাকায় একটি ডাকঘর স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখ।
» গ্রামে ডাকঘর স্থাপনের আবেদন জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্যে পত্র।
২৩/১২/২০২২
সম্পাদক
দৈনিক সমকাল
৩৮৭, তেজগাঁও শিল্প এলাকা
ঢাকা-১২০৮।
বিষয়: সংযুক্ত পত্রটি চিঠিপত্র কলামে ছাপানোর জন্য আবেদন।
জনাব,
আপনার জনপ্রিয় বহুল প্রচারিত পত্রিকায় নিম্নলিখিত চিঠিটি প্রকাশ করার জন্য অনুরোধ করছি।
নিবেদক
রঘুনাথপুরবাসীর পক্ষে
মুহীন মাহমুদ
ডাকঘর স্থাপন করা হোক
নড়াইল জেলার অন্তর্গত সদর উপজেলার রঘুনাথপুর একটি বর্ধিষ্ণু গ্রাম। এ গ্রামে প্রায় ১০ হাজার লোকের বসবাস। গ্রামের মানুষের জীবনযাত্রার মানও বেশ উন্নত। স্কুল, কলেজ, হাসপাতাল প্রভৃতি প্রতিষ্ঠানের দূরত্বের দিক থেকেও আমাদের গ্রামটি বেশ এগিয়ে। এছাড়া এখানকার অধিকাংশ পরিবারের ছেলেমেয়ে বাইরে পড়ালেখা করে এবং গ্রামের শিল্প ও সাংস্কৃতিক পরিবেশও অনেক উন্নত। যেহেতু অনেকে বাইরে পড়াশোনা করছে, তাই তাদের সাথে পরিবারের লোকজনদের যোগাযোগ রাখার স্বার্থে গ্রামে একটি ডাকঘর না থাকলেই নয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো অন্যান্য সকল বিষয়ে গ্রামটি বেশ এগিয়ে থাকলেও গ্রামে এখনো পর্যন্ত একটি ডাকঘর স্থাপন করা হয়নি। গ্রামের অনেক লোক দেশের বাইরে ব্যবসা ও চাকরি করছে কিন্তু ডাকঘর না থাকায় তাদের পক্ষে পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করা এবং টাকা পাঠানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। যদিও গ্রাম থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি ডাকঘর আছে, কিন্তু যোগাযোগের সুব্যবস্থা না থাকায় সেখানে গিয়ে চিঠি পোস্ট করা গ্রামের জনসাধারণের পক্ষে দুষ্কর হয়ে পড়ছে। ফলে গ্রামবাসীকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। ছাত্রছাত্রীদের কাছে সময়মতো টাকা পাঠানো যাচ্ছে না, এতে তাদের পড়াশোনায়ও ক্ষতিকর প্রভাব পড়ছে। এ সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে অনেকবার এ গ্রামে ডাকঘর স্থাপনের বিষয়টির প্রতি সুনজর রাখার কথা বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।
তাই আমাদের এ পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন করছি, যেন অতি শীঘ্রই গ্রামে ডাকঘর স্থাপন করা হয়।
বিনীত
মুহীন মাহমুদ
রঘুনাথপুর
নড়াইল
[অবশ্যই পত্রিকার ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।]