Home পত্রসংবাদপত্রে প্রকাশের জন্য পত্র দাতব্য চিকিৎসালয়ের দুরবস্থার কথা জানিয়ে সংবাদপত্রে প্রকাশের পত্র

দাতব্য চিকিৎসালয়ের দুরবস্থার কথা জানিয়ে সংবাদপত্রে প্রকাশের পত্র

by Curiosityn
0 comment

দাতব্য চিকিৎসালয়ে দুরবস্থার কথা জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র

প্রশ্নঃ এলাকার দাতব্যচিকিৎসালয়ের দুরবস্থার কথা জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্যপত্র লিখ।

০১/১২/২০২২
সম্পাদক
দৈনিক প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা।

বিষয়: চিঠিপত্র কলামে সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন।

জনাব,

আপনার জনপ্রিয় পরিষ্কার চিঠিপত্রের কাছে ‘দাতব্য চিকিৎসালয়ের দুরবস্থা’ শিরোনামের সংযুক্ত চিঠিটি প্রকাশ করলে কৃতার্থ থাকব।

নিবেদক
শিকারপুরবাসীর পক্ষে
সাইফুল ইসলাম

দাতব্য চিকিৎসালয়ের দুরবস্থা

পিরোজপুর জেলার অন্তর্গত শিকারপুর একটি সমৃদ্ধ গ্রাম। এ গ্রামে প্রায় ১০ হাজার লোকের বসবাস। এ গ্রামের লোকেরা বিভিন্ন বিষয়ে অনেকখানি এগিয়ে আছে। গ্রামে বিদ্যালয়, কলেজ, ডাকঘর এগুলোর অবস্থানও বেশ ভালো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, গ্রামে একটিমাত্র চিকিৎসালয় আছে, কিন্তু সেখানে সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেই। যে চিকিৎসালয়টি আছে সেখানে চিকিৎসার জন্যে উন্নত কোনো যন্ত্রপাতি, ওষুধ ও সুব্যবস্থা নেই বললেই চলে। এমনকি সেখানে দক্ষ ও বিজ্ঞ কোনো ডাক্তারও নেই। এভাবে সঠিক চিকিৎসার অভাবে রোগীর অবস্থা শোচনীয় হয়ে পড়ছে। এমন অনেক দৃষ্টান্ত আছেযে, কোনো রোগীর প্রতি সঠিক সময় সঠিক চিকিৎসাটি প্রয়োগ না করার ফলে তার মৃত্যুও ঘটেছে। দাতব্য চিকিৎসালয়টির দুরবস্থা থেকে উন্নতি না হলে গ্রামের মানুষের পক্ষে সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

এমতাবস্থায় এলাকার জনগণের সুস্থ, স্বাভাবিক জীবনধারা ফিরিয়ে আনতে এবং জীবনের নিশ্চয়তা প্রদানের জন্যে দাতব্য চিকিৎসালয়টির মান উন্নত ও সংস্কার করে সেখানে উন্নত প্রযুক্তি, যন্ত্রপাতি, ঔষধ সামগ্রীর সুব্যবস্থা করা দরকার। এ ব্যাপারে আমরা বিভিন্ন মহলে আবেদন জানিয়েছি। তারা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, এ ব্যাপারে যেন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়।

নিবেদক
শিকারপুরবাসীর পক্ষে
সাইফুল ইসলাম

[অবশ্যই পত্রিকার ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।]

4.5/5 - (2 votes)

You may also like

Leave a Comment