বইমেলা কি?
বইমেলা এমন একটি মেলা যেখানে বিষয়ভেদে বিভিন্ন লেখকের রচিত বই সম্পর্কে প্রচার ও বিক্রি করা হয়।
বইমেলা অনুচ্ছেদ
বইমেলা এমন একটি মেলা যেখানে বিভিন্ন বিষয়ের ওপর বিভিন্ন লেখকের রচিত বই প্রচার ও বিক্রির জন্য প্রদর্শন করা হয়। সম্প্রতি এটি আমাদের দেশে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে কিছু বিশেষ উপলক্ষে প্রায় সকল শহর নগরেই বইমেলার আয়ােজন করা হয়। বস্তুত ভাষা আন্দোলনের স্মরণে বাংলা একাডেমী কর্তৃক আয়ােজিত বইমেলা থেকেই এ সংস্কৃতির (ঐতিহ্যের) উৎপত্তি হয়েছে। সব রকমের বই যেমন-কাব্যগ্রন্থ, গল্পের বই, বৈজ্ঞানিক কল্পকাহিনী, উপন্যাস, জীবনী, নাটক, শিশুতােষ বই, চিকিৎসা বিষয়ক বই, প্রকৌশলবিদ্যা, রাজনীতি, ইতিহাস, দর্শন, ধর্ম, সাধারণ জ্ঞান ইত্যাদি বই মেলায় প্রদর্শন ও বিক্রয়ের জন্য আনা হয়। শিশু যুবক ও বৃদ্ধ, বিশেষ করে বইপ্রেমিকেরা মেলায় আসে এবং তাদের পছন্দের বই কিনে। ছুটির দিন অপরাহে বইমেলা জনারণ্যে পরিণত হয়। মেলার পরিবেশ কোলাহলময়। সর্বত্রই ব্যাপক হৈ চৈ। বইমেলা আমাদের ভাষা আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়। এটি এই সত্য আমাদের মনে করিয়ে দেয় যে, বই আমাদের সর্বোত্তম বন্ধু। এটি বইয়ের প্রকাশনা বাড়িয়ে লােকজনের মাঝে শিক্ষা ও জ্ঞান বিস্তারে সহায়তা করে। যদিও বইমেলা বইপ্রেমীদের কোলাহলে পরিপূর্ণ তবুও এর একটা প্রতীকী তাৎপর্য রয়েছে। ভাষা শহিদদের আত্মত্যাগের স্মৃতি থেকে আমরা ভবিষ্যৎ পথ চলার অনুপ্রেরণা লাভ করি ।
আরো পড়ুনঃ