Home অনুচ্ছেদ অনুচ্ছেদঃ সুন্দরবন | SSC | 2025 |

অনুচ্ছেদঃ সুন্দরবন | SSC | 2025 |

by Curiosityn
0 comment

সুন্দরবন অনুচ্ছেদ- Writer’s special

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এমন এক সবুজেঘেরা ভূমির অস্তিত্ব রয়েছে যার বুক চিরে বয়ে চলেছে বালুময় পাড়ের আঁকাবাকা নদী , কোথাও বাঘের ভয়, কোথাও হরিণের কোমল চাহনি, কোথাও কোথাও ঢিবির ন্যায় শ্বাস মূলের দেখা— স্থানটির নাম সুন্দরবন। সুন্দরবনের প্রধান বৃক্ষের নাম সুন্দরি গাছ, যেখান থেকে নামের উৎপত্তি। এটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত (১৯৯৭ সালে)। এটি শুধু যে একটা বন তা নয়, এটি বিচিত্র প্রজাতির পশুপাখির জীবন সংগ্রাম এর এক চলমান অধ্যায়, যেখানে প্রকৃতি নিজ হাতে তার গল্প লেখে। সুন্দরবন সবুজের এক বিশাল উৎস , যার ফাঁকে ফাঁকে খাল, নদী আর জলকাদায় ভরা পথ। এখানে দেখা মেলে রয়েল বেঙ্গল টাইগার যা বনরাজ্যের অঘোষিত রক্ষক। আরও আছে হরিণ, বানর, শুঁয়োর, কুমির, নানারকম পাখি আর হাজারো ছোট প্রাণী—সবাই মিলে এক জটিল তবে ভারসাম্যপূর্ণ এক বাস্তুতন্ত্র গড়ে তুলেছে, যা মনুষ্য আগ্রাসনের বাইরে। তবে এই বনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিচিত্র জীবিকা। বনের গভীরে মৌয়ালরা মধু সংগ্রহ করে, জেলেরা মাছ ধরে, কাঠুরে কাঠ কাটে—তাদের জীবন নির্বাহ হয় এই বনকে ঘিরেই। তবে কষ্টের বিষয় যে, মানুষের সীমাহীন লোভ, বন উজাড় আর জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবনের এই সৌন্দর্য আজ হুমকির মুখে। অথচ এটিই প্রতি বছর আমাদের জীবনের ঢাল হয়ে দাঁড়ায় ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের সম্মুখে। সুন্দরবন রক্ষা করা মানে শুধু বাঘের অস্তিত্ব বা গাছকে রক্ষা করা নয়—এটি মানে আমাদের ভবিষ্যৎকে রক্ষা করা। এই বনের প্রতিটি ঢেউ, প্রতিটি পাতার কাঁপন যেন আমাদের বলে—“আমাকে টিকিয়ে রাখো, কারণ আমি টিকে থাকলেই তোমরা বাঁচবে।”

দ্রুত মনে রাখার জন্য বুলেট পয়েন্টস

  • সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি, যা বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত।
  • এর বাংলাদেশ অংশে মোট আয়তন প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার।
  • সুন্দরবন ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত (১৯৯৭ সালে)।
  • এখানে রয়েল বেঙ্গল টাইগার সহ বহু বিরল ও বিপন্ন প্রাণীর আবাসস্থল।
  • সুন্দরবনের প্রধান বৃক্ষের নাম সুন্দরি গাছ, যেখান থেকে নামের উৎপত্তি।
  • এই বন জালের মতো ছড়িয়ে থাকা নদী, খাল ও বিল দিয়ে পরিপূর্ণ।
  • এটি উপকূলীয় অঞ্চলকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে একটি প্রাকৃতিক বেষ্টনী হিসেবে কাজ করে।
  • সুন্দরবনে রয়েছে মধু সংগ্রহ, কাঁকড়া ধরামাছ ধরা-র মতো জীবিকা নির্ভর জনগোষ্ঠী।
  • এখানকার জীববৈচিত্র্য যেমন- হরিণ, লবণাক্ত পানির কুমির, বন্য শুকর প্রভৃতি খুবই উল্লেখযোগ্য।
  • জলবায়ু পরিবর্তন ও মানুষের কর্মকাণ্ডের কারণে সুন্দরবন আজ বিপন্নতার মুখোমুখি
Rate this post

You may also like

Leave a Comment