Home রচনা আমাদের গ্রাম রচনা |

আমাদের গ্রাম রচনা |

by Curiosityn
0 comment

আমাদের গ্রাম রচনা Class 5

ভূমিকা :

মনোমুগ্ধকর দৃশ্যাবলিতে সমৃদ্ধ আমাদের গ্রামটি যেন ছবির মতো। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, রাখালের বাঁশীর সুর, আম, জাম, কলা, নারকেল, তাল, সুপারির বনবীথি।

অবস্থান :

আমাদের গ্রামের নাম গোপালপুর। এটি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার অন্তর্গত চিংড়াখালী ইউনিয়নে অবস্থিত। আমার গ্রামের কথা স্মৃতিপটে এলে মনে পড়ে কবি আহসান হাবীবের ছড়াখানি—

“আমাদের গ্রামখানি ছবির মতন
মাটির তলায় এর ছড়ানো রতন।
সোনার সবুজ আনে সোনালী প্রভাত
পাখির কাকলি শুনে কেটে যায় রাত।”

আমাদের গ্রামটি ২ মাইল লম্বা এবং এক মাইল প্রশস্থ। গ্রামের পূর্ব কোণ ঘেঁষে ধলেশ্বর নদী প্রবাহিত।

লোকসংখ্যা :

আমাদের গ্রামে প্রায় ৪ হাজার লোকের বাস। অধিকাংশ লোক কৃষক। এছাড়া উল্লেখযোগ্য লোক শিক্ষিত এবং দেশ-বিদেশে চাকরিরত। গুটিকয়েক জেলে রয়েছে। আমাদের গ্রামে হিন্দু-মুসলমান একসাথে মিলেমিশে বসবাস করে।

যোগাযোগ :

আমাদের গ্রামের যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। একটি পাকা সড়ক গ্রামের মধ্য দিয়ে চলে গেছে। নদী পথেও আমরা চলাচল করতে পারি।

প্রতিষ্ঠান :

আমাদের গ্রামে একটি উচ্চবিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয়, পাঁচটি সমবায় সমিতি, একটি পোস্ট অফিস ও একটি বাজার রয়েছে।

পরিবেশ :

আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর ও মনোরম। মাঠে মাঠে সোনালি ফসল। তাই গ্রামখানি খুবই আকর্ষণীয়। এখানে পায়ে চলা মেঠো পথ গেছে বহুদূর। আম, জাম, কাঠাল, নারিকেল, তাল ও সুপারির বিপুল সমারোহ গ্রামটিকে ছবির মতো সাজিয়ে রেখেছে। কবির ভাষায়-

“আমগাছ জামগাছ বাঁশঝাড় যেন
মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন।”

উপসংহার :

আমাদের গ্রামটি একটি আদর্শ গ্রাম। এ গ্রামে জন্মগ্রহণ করে আমি ধন্য।

3.6/5 - (18 votes)

You may also like

Leave a Comment