Home আবেদন পত্র বিদ্যালয় থেকে ছাড়পত্রের জন্য আবেদন| ট্রান্সফার সার্টিফিকেট |

বিদ্যালয় থেকে ছাড়পত্রের জন্য আবেদন| ট্রান্সফার সার্টিফিকেট |

by Curiosityn
0 comment

প্রশ্ন: স্কুল ত্যাগের ছাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন লেখ।

অথবা, ট্রান্সফার সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন পত্র
অথবা, প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন
অথবা, ছাড়পত্রের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন

ছাড়পত্রের জন্য আবেদন (প্রাথমিক)

১৩/০৪/২০

মাননীয়,
প্রধান শিক্ষক,
বি. এস. প্রাথমিক বিদ্যালয়, বরগুনা।

বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন

জনাব,

যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার স্কুলের ৫ম শ্রেণির একজন ছাত্র। আমার পিতা, বরগুনা থানার নির্বাহী অফিসার। সম্প্রতি তিনি বাগেরহাট থানায় বদলি হয়েছেন। আমাদের পরিবার শীঘ্রই সেখানে চলে যাবে। সুতরাং আমার পিতার নতুন কর্মস্থলের নিকটবর্তী স্কুলে ভর্তি হওয়ার জন্য আমার ছাড়পত্রের প্রয়ােজন।

অতএব, বিনীত প্রার্থনা, বিদ্যালয়ের সাধারণ পাওনা গ্রহণ করে আমার পরিবর্তনের প্রয়ােজনীয়তা বিবেচনাপূর্বক আমাকে অনুগ্রহ করে ছাড়পত্র ইস্যু করতে মর্জি হয় ।

আপনার একান্ত অনুগত ছাত্র
কমল সমদ্দার
৫ম শ্রেণি ক’, ক্রমিক নং -১

ছাড়পত্রের জন্য আবেদন (মাধ্যমিক)

৫ আগস্ট, ২০২০

প্রধান শিক্ষক,
মতিঝিল মডার্ন স্কুল,
ঢাকা।

বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন

যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি আপনার স্কুলের নবম একজন নিয়মিত শ্রেণীর ছাত্র। আমার বাবা একজন সরকারী অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি তাকে ঢাকা থেকে কুমিল্লায় বদলি করা হয়েছে। আমাদের পরিবার শীঘ্রই নতুন জায়গায় স্থানান্তরিত হতে চলেছে। এখানে আমার সাথে থাকার মতো কোন আত্মীয়ও নেই। তাই আপনার স্কুলে পড়ালেখা চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এমতাবস্থায়, আমার একটি ট্রান্সফার সার্টিফিকেটের খুব প্রয়োজন।

অতএব, সবিনয় নিবেদন, বিদ্যালয়ের পাওনা সমস্ত ফি প্রাপ্তির পর নতুন বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ছাড়পত্র প্রদান করে বাধিত করবেন।

আপনার একান্ত অনুগত ছাত্র,
আরিফ
শ্রেণি- নবম, রোল নং-৩

4.1/5 - (14 votes)

Leave a Comment