Home অনুচ্ছেদ শিশু অধিকার অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র অনুচ্ছেদ রচনা

শিশু অধিকার অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র অনুচ্ছেদ রচনা

by Curiosityn
0 comment

প্রশ্নঃ শিশু অধিকার নিয়ে বাংলা অনুচ্ছেদ লিখ ।

উত্তরঃ

একটি শিশুর সুন্দর সুস্থ পরিবেশের মধ্য দিয়ে মনােদৈহিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠার জন্যে যে সকল অধিকারের প্রয়ােজন তাকে শিশু অধিকার বলে। জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী ১৮ বছরের কম সকল মানবসন্তানই শিশু হিসেবে বিবেচিত। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তারা শারীরিক-মানসিক স্বাস্থ্যের শিক্ষায়, চিন্তা চেতনায় ও মননে যত সমৃদ্ধ হবে জাতির ভবিষ্যৎ তত শক্তিশালী হবে। কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে শিশুদের সার্বিক পরিস্থিতি আশাব্যঞ্জক নয়। দারিদ্র্যের কশাঘাতে বহু শিশু তাদের বেঁচে থাকার অধিকার, বিকাশের অধিকার, জীবনযাত্রার মান ভােগ ও বিনােদনের অধিকার ইত্যাদি থেকে বঞ্চিত হচ্ছে। অনেক ক্ষেত্রে অভিভাবকরা অভাবের তাড়নায় তাদের শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়ােগ করছেন। আবার ছিন্নমূল শিশুরা পেটের তাগিদে নিজেরাই টোকাই হচ্ছে, ঝুঁকিপূর্ণ কাজে নিয়ােজিত হচ্ছে। কোনাে কোনাে ক্ষেত্রে নানা অপরাধেও জড়িয়ে পড়ছে । শিশুদের এমন অবস্থায় আইন আছে, সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক সনদ এবং প্রতিশ্রুতি আছে কিন্তু এগুলাে প্রতিপালিত হচ্ছে না। জাতিসংঘের শিশু অধিকার সনদে যেসব অধিকারের কথা বলা হয়েছে তা হলাে- ১. শিশুর বেঁচে থাকার অধিকার, যেমন- স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাবার,বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ । ২. বিকাশের অধিকার, যেমন— শিক্ষার অধিকার, শিশুর গড়ে ওঠার জন্যে উপযুক্ত একটি জীবনযাত্রার মান ভােগের অধিকার, অবকাশযাপন, বিনােদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকার ৩. সুরক্ষার অধিকার, যেমন— শরণার্থী শিশু, পরিবার থেকে বিচ্ছিন্ন শিশু, শােষণ, নির্যাতন ও অবহেলার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে এমন শিশু ৫. অংশগ্রহণের অধিকার, যেমন— শিশুদের স্বাধীনভাবে কথা বলার অধিকার, অন্যান্যের সঙ্গে অবাধে সম্পর্ক গড়ে তােলার অধিকার এবং তথ্য ও ধারণা চাওয়া-পাওয়ার অধিকার। দেশের সরকার, বুদ্ধিজীবী, সুশীল সমাজের শিশু অধিকার সনদের আলােচ্য সুবিধাগুলাে বাংলাদেশের শিশুরা পাচ্ছে কি না তা ভেবে প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। কারণ বাংলাদেশের অধিকাংশ শিশু তাদের প্রয়ােজনীয় অধিকার পায় না। এমন অবস্থায় জাতির ভবিষ্যৎ বিনির্মাণে সবাইকে একটা ঐকমত্যে আসতে হবে। তাহলেই কেবল বাংলাদেশের শিশুরা তাদের ন্যায্য অধিকার পাবে।

শিশু অধিকার অনুচ্ছেদটি কেমন হয়েছে ? নতুন কিছু সংযোজন করা যায় বা বাদ দেওয়া প্রয়োজন? কমেন্ট করে জানাতে ভুলবেন না।

3/5 - (1 vote)

You may also like

Leave a Comment