Home অনুচ্ছেদ জাতিসংঘ অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র অনুচ্ছেদ রচনা

জাতিসংঘ অনুচ্ছেদ | বাংলা ২য় পত্র অনুচ্ছেদ রচনা

by Curiosityn
0 comment

প্রশ্নঃ জাতিসংঘ নিয়ে বাংলা অনুচ্ছেদ লিখ ।

উত্তরঃ

জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ’ (United Nations) বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন। এর লক্ষ্য হলাে আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযােগিতার পরিবেশ সৃষ্টি করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত হয় জাতিসংঘ। ১৯৪৫ সালের ২৬-এ জুন সান ফ্রান্সিসকো সম্মেলনে জাতিসংঘ সনদ স্বাক্ষরের মাধ্যমে জাতিসংঘ গঠিত হয়। সনদটি কার্যকর হয়। ১৯৪৫ সালের ২৪-এ অক্টোবর থেকে এজন্য প্রতিবছর ২৪-এ অক্টোবর ‘জাতিসংঘ দিবস’ হিসেবে পালিত হয় । এটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত এবং পরবর্তীতে লুপ্ত লিগ অব নেশন্সের স্থলাভিষিক্ত হয়। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে অবস্থিত। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১ হলেও বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩। এর সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। ভ্যাটিকান সিটি ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন জাতিসংঘের দুটি স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য হলাে— মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও চীন। সাংগঠনিকভাবে জাতিসংঘের প্রধান অঙ্গসংস্থাগুলাে হলাে— সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, ট্রাস্টিশিপ কাউন্সিল এবং আন্তর্জাতিক আদালত। এছাড়াও রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ইত্যাদি। জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষা হলাে আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্প্যানিশ । জাতিসংঘ সচিবালয়ে যে দুটি ভাষা ব্যবহৃত হয় তা হলাে ইংরেজি ও ফরাসি । এর প্রধান নির্বাহী হলেন মহাসচিব । মহাসচিব পদটি দ্বৈত ভূমিকার অধিকারী জাতিসংঘের প্রশাসক এবং কূটনৈতিক ও মধ্যস্থতাকারী । জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠানগুলাে তাদের কার্যক্রম চালিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠা ও তা রক্ষার কাজ করে চলেছে। এর ফলশ্রুতিতে ১৯৮৮ সালে শান্তিতে নােবেল পুরস্কার পায় জাতিসংঘ। এছাড়াও আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও মানবাধিকার বিষয় যেমন— নারীর প্রতি বৈষম্য নির্মূল, শিশু অধিকার, ধর্ম বৈষম্য দূরীকরণসহ সকল বিষয়ে জাতিসংঘ সফলতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে বর্তমান বিশ্বে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্যে এক বিশ্বস্ত নাম ‘জাতিসংঘ’।

জাতিসংঘ অনুচ্ছেদটি কেমন হয়েছে ? নতুন কিছু সংযোজন করা যায় বা বাদ দেওয়া প্রয়োজন? কমেন্ট করে জানাতে ভুলবেন না।

3.5/5 - (2 votes)

You may also like

Leave a Comment